
শান্তনু রায়, মুর্শিদাবাদ : নেই শিল্প, নেই কলকারখানা. কর্মসংস্থানের সুযোগও তেমন নেই বললেই চলে. পেটের টানে তাই বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় বাংলার বহু শ্রমিককে. রুটি-রুজির খোঁজে নিজের পরিবার পরিজনদের ছেড়ে থাকতে হয় অন্যান্য রাজ্যে.
সম্প্রতি, ঈদুজ্জোহা উপলক্ষে বাড়ি ফিরেছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘীর পরিযায়ী শ্রমিকরা. দেখতে দেখতে কেটে গেল একটা মাস. কটা দিন বাড়ির মানুষগুলোর সঙ্গে থেকে ফের কাজে ফেরার পালা. কেউ রাজমিস্ত্রির কাজে যাচ্ছেন মুম্বাই, কেউ আবার যাচ্ছেন সুদূর চেন্নাইয়ে.
রবিবার সকাল থেকেই তিল ধারণের জায়গা ছিল না সাগরদিঘী স্টেশনে. শয়েশয়ে শ্রমিক ব্যাগ-পত্তর গুছিয়ে অপেক্ষা করছিলেন ট্রেনের. সঙ্গে রয়েছেন পরিবারের লোকজনও. কারণ, আবার কবে নিজের মানুষগুলোর সঙ্গে দেখা হবে, তাঁরা জানেন না.
কাজের খোঁজে কেন নিজের রাজ্য, নিজের মানুষদের ছেড়ে অন্যত্র যেতে হবে ? বাংলায় কর্মসংস্থানের কেন এই হাল ? ভোটে জিতেও কেন প্রতিশ্রুতি রাখে না শাসকদল? অধরাই সেসব প্রশ্নের উত্তর.