
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: সন্দেশখালির মানুষের আন্দোলনের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।
বৃহষ্পতিবার জলপাইগুড়ি জেলার জঙ্গল, চা বাগান ঘেরা গরু মারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়িতে জেলা সিপিআইএম আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন, ডি ওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন তিনি আরো বলেন বিজেপি ও তৃণমূল মানুষের জমি,চাকরি,অধিকার কেড়ে নিতে চাইছে।তাই এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ।