
প্রদীপ মাইতি,তমলুক:তমলুকের মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা সায়ন বন্দোপাধ্যায় কে ভোট দিয়ে নির্বাচিত করবেন।শনিবার তমলুকে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে এমনটাই দাবি করলেন ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ।শনিবার প্রার্থী সায়ন কে সঙ্গে নিয়ে তমলুকে একটি বর্ণাঢ্য রোড শো করেন মীনাক্ষী। তাদের সঙ্গে ছিলেন কয়েকশো বাম কর্মী ও সমর্থক।এবং প্রচারের মাঝে মীনাক্ষী দাবি করেন নির্বাচন কমিশন যদি স্বচ্ছ ভাবে নির্বাচন করাতে পারে তাহলে বাংলা থেকে তৃনমূল বিদায় নেবে এবং কেন্দ্রেও ও আর বিজেপি সরকার থাকবেনা। এছাড়া ও তমলুক কেন্দ্রে দেবাংশু বা অভিজিৎ নয় সায়ন বন্দোপাধ্যায় জিতবেন বলেও দাবি করেন মীনাক্ষী