
প্রদীপ মাইতি,তাজপুর:বেআইনি কাজে মদত না দেওয়ায় কারামন্ত্রীর রোষে মহিলা রেঞ্জ অফিসার।তাকে লাঠি দিয়ে পেটাবার হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অখিল গিরি।ব্যাপক চাঞ্চল্য তাজপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে তাজপুরে বন দপ্তরের জায়গায় দোকান বসাতে বাধা দিয়েছিলেন ভারপ্রাপ্ত মহিলা রেঞ্জ অফিসার।এরপরেই কারামন্ত্রীর রোষে পড়েন ওই কাঁথির মহিলা রেঞ্জ অফিসার। মন্ত্রীকে কার্যত হুমকি দিতে দেখা যায় ওই ফরেস্ট অফিসারকে। লাঠি দিয়ে পেটাবো বলে ফরেস্ট অফিসার কে বললেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। পাশাপাশি আপনি বেশিদিন থাকতে পারবেন না আপনার আয়ু ৭ থেকে ১০ দিন এমন কথাও বলতে শোনা যায় তাকে।ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে।নিন্দার ঝড় সর্বত্র