
স্পোর্টস ডেস্ক: আইপিএলে সর্বোচ্চ দরে বিক্রি হওয়া খেলোয়াড়। ২৪.৭৫ কোটি টাকায় বিক্রি হওয়া অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক প্রথম ৪ ম্যাচে ভালো বোলিং করতে না পারায় নানা জায়গায় সমালোচনার মুখে পড়েন। কিন্তু তার উপর আস্থা রাখেন নাইটদের মেন্টর গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্ট ম্যাচে। আর আস্থার মর্যাদাও দেন তিনি।৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। আর কলকাতা নববর্ষতে হেসেখেলে ৮ উইকেটে ম্যাচ জেতে। আর ম্যাচ জয়ের পরে স্টার্ক বললেন “আমরা বোলিং ভাল করেছি। দিনের বেলা ম্যাচ। আগের ম্যাচের তুলনায় অন্যরকম পরিবেশ এবং পরিস্থিতি ছিল। তবে আমরা সবাই খুব ভাল বল করেছি। তাই ওদের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। আমরা ইডেনে দুটো ম্যাচ খেললাম। দুটো ম্যাচে ভিন্ন পিচ ছিল। প্রথম ইনিংসে সূর্যের আলোয় উইকেটে ডবল পেস ছিল। দ্বিতীয় ইনিংসে নৈশালোকের আলোয় ব্যাট করা তুলনামূলকভাবে সহজ হয়ে গিয়েছিল।”এরপর তিনি বললেন,’আমি কে কী বলছে কানে নিই না। নিজের কাজটা করতে চাই। আর সত্যিই কত দাম দিয়ে কেনা হচ্ছে সেটা আমার উপর নির্ভর করে না। এই ম্যাচে আমরা কয়েকটা ভাল ক্যাচ নিয়েছি। বিশেষ করে পয়েন্ট এবং বাউন্ডারিতে। এরমধ্যে আমরা ফিল্ডিংয়ে জোর দিয়েছিলাম। তার ফল পেয়েছি। খানিকটা এই জন্যই স্কোরবোর্ডে বেশি রান ওঠেনি।”এই লখনউ তোলে ১৬১ রান ৭ উইকেট হারিয়ে। জবাবে নাইটরা ১৫ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয়।