
স্পোর্টস ডেস্ক : মহিলা ক্লাব লিগ টি -২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার এরিয়ান ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মহামেডান। প্রথমে ব্যাট করে ১৩৭/৬ রান করে মহামেডান। জবাবে ১৫. ৩ ওভারে এরিয়ান ৬ উইকেট হারিয়ে করে ৯১ রান। ঠিক সেই সময়ে বৃষ্টি শুরু হয়। পরে আর একটা বলও খেলা হয়নি। রান রেটে এগিয়ে থাকার ফলে মহামেডান স্পোর্টিংকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।