
ওঙ্কার ডেস্ক : ‘তুমি দেশ চালাও, আমি রাজ্য চালাবো. বিজেপির-তৃণমূলের মধ্যে সহাবস্থানের ছবিটা পরিষ্কার. দেশের বিশাল অংশের মানুষ এখনও জানে না তৃণমূল কী জিনিস. বিভাজনের রাজনীতি করে বিজেপি-আরএসএস-কে সুযোগ করে দিচ্ছে এ রাজ্যের শাসকদল’. একযোগে বিজেপি-তৃণমূলকে বিঁধলেন মহম্মদ সেলিম. এছাড়াও তিনি বলেন, ‘দুর্নীতি-মস্তানির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে’