
ওঙ্কার ডেস্ক : ‘বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে বলেই রাজ্যে মমতা-অভিষেকের এত চুরি-জোচ্চুরি. দিল্লিতে মোদির লুঠ, রাজ্যে দিদির লুঠ. আর এই উভয় শত্রুকে মাত দিতে আমরা দো নলা বন্দুক নিয়ে লড়াই করছি’. আসানসোলে সাংবাদিক বৈঠক করে বিজেপি-তৃণমূলকে একযোগে নিশানা করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম.