
শুভাশিস ঘোষঃ গত শনিবারই শিলং লাজোয়ংয়ের বিরুদ্ধে ২-১ গোলে ম্যচ জিতে আইলিগ নিশ্চিত করেছিল সাদা কালো ব্রিগেড। ঠিক এক সপ্তাহ পর, শনিবার ফের একবার উৎসবের সাক্ষী থাকতে চলেছে রেড রোডের এই ক্লাব। কারণ গত সপ্তাহে নিশ্চিত হয়েছিল আই লিগের ট্রফি জয়ের স্বপ্ন, আজ তা বাস্তব রূপ পাবে। অর্থাৎ আজ ট্রফি হাতে তুলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন যুবভারতীতে গুরুত্বহীন ম্যাচে দিল্লি এফসির বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে আন্দ্রে চের্নিশভের ছাত্ররা। কিন্তু উৎসবের আবহেও জয় থেকে চোখ সরাতে চাইছেন না সাদা-কালো কোচ আন্দ্রে চের্নিশভ। মরশুমের শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে চান তিনি।