
নিজস্ব প্রতিনিধিঃ আইন আদালত করেও মিলল না সুরাহা। শেষ পর্যন্ত দিল্লির বাংলো খালি করলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার সকালে দিল্লির সরকারি বাংলো খালি করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে গত ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। তাঁকে ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু মহুয়া তাতে রাজি হননি। নির্দিষ্ট ভাড়া দিয়ে লোকসভা নির্বাচন পর্যন্ত বাংলোটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন তিনি। আদালতের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। অবশেষে এদিন বাংলো খালি করে দেন তিনি। শুক্রবার সকালে সংসদের ডিরেক্টরেট অফ এস্টেটের তরফে একটি টিম বাংলোতে গিয়েছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার মহুয়াকে বাংলো খালি করার জন্য নোটিশ দিয়েছিল ডিরেক্টরেট অফ এস্টেট।