
ওঙ্কার ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই এইচ ১ বি ভিসা নিয়ে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, দক্ষ কর্মীদের পছন্দ করেন তিনি। তাঁদের মার্কিন মুলুকে আসার জন্যও আহ্বান জানিয়েছেন।সূত্রের খবর, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ওপেন এআই সংস্থার কর্তা স্যাম অল্টম্যান, সফটব্যাঙ্ক কর্তা মাসায়োশি সন এবং ওরাকল কর্তা ল্যারি এলিসনের সঙ্গে দেখা করেন। ওঁদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকও করেন ট্রাম্প।
সেখানেই বিতর্কিত এইচ ১ বি ভিসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এইচ ১ বি ভিসা নিয়ে যে বিতর্ক চলছে, তাতে দুপক্ষের যুক্তিতে আমার সায় আছে। তবে অত্যন্ত দক্ষ কর্মীদের প্রতি আমার বিশেষ পক্ষপাতিত্ব আছে। এমনকি যাঁদের যোগ্যতা নেই, এমনও কেউ যদি প্রশিক্ষণের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন, তাতেও আমার দিক থেকে কোনও আপত্তি নেই।’
এইচ ১বি ভিসা কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা এইচ ১ বি ভিসার আওতায় আংশিক সময়ের জন্যে বিদেশি কর্মীদের বিশেষ ধরনের কাজ দিতে পারেন। এমন কর্মীদের এই ভিসার আওতায় কাজ দেওয়া হয়, যে কাজের জন্য মার্কিন মুলুকে কর্মী খুঁজে পাওয়া যায় না।
এই ভিসায় আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা বিশেষ ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এইচ ১ বি ভিসা নিয়ে একজন কর্মী সর্বোচ্চ ৬ বছর আমেরিকায় কাজ করতে পারবেন। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২-২০২৩ অর্থবর্ষে মোট ২ লাখ ৬৫ হাজার ৭৭৭টি এইচ ১ বি ভিসা মঞ্জুর করেছে। এর ৭৮ শতাংশই পেয়েছে ভারতীয়রা।