
স্পোর্টস ডেস্ক :লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে। শনিবারের এফসি গোয়া ম্যাচ মোহনবাগানের কাছে নিয়মরক্ষার। ম্যাচের পরে লিগ শিল্ড ট্রফি তুলে দেওয়া হবে মোহনবাগানকে। ৬২ হাজার টিকিটের সব শেষ। সবাই মোহনবাগানের হাতে ট্রফি দেখতে মরিয়া। একইসঙ্গে গোয়া ম্যাচ টিম বাগানের কাছে বদলার।কারণ এদের কাছেই গ্রুপে প্রথম ম্যাচে হারতে হয় তাঁদের । এদিন সবুজ মেরুন কোচ হোসে মোলিনা বললেন,’শিল্ড জিতেছি মানেই সব শেষ নয়। আমরা আরও উন্নতি করতে চাই। গোয়া ম্যাচ জিতে ৫৬ পয়েন্টে প্রথম স্থানে থেকে শেষ করতে চাই আমরা। সমর্থকদের সামনে ঘরের মাঠে মোহনবাগান খেলবে। সেখানে আমরা যদি ম্যাচটা জিতে শিল্ড তুলে নিই সেটা আরও বেশি আনন্দের।সমর্থকদের সামনে ম্যাচ জিতে শিল্ড নিয়ে সেলিব্রেশন করতে চাই।’মেরিনার্সরা চ্যাম্পিয়ন্স টিফো নিয়ে মাঠে আসবেন। গোটা স্টেডিয়ামে লেখা থাকবে একইসঙ্গে হোম অফ দ্যা চ্যাম্পিয়নস। মোহনবাগানের জুনিয়র দলও সফল , অনুর্ধ্ব১৫, অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৭ এবং ডেভেলপমেন্ট টিম জিতেই চলেছে। সেই দলেরও ছবি থাকবে। একতার বার্তা দেবে মেরিনার্সরা।