
স্পোর্টস ডেস্ক : বহুদিন পরে কলকাতা ডার্বিতে এগিয়ে থেকে শুরু করছে ইস্টবেঙ্গল। মোহনবাগান দলে অনেক ফুটবলার ভারতীয় দলের সঙ্গে এশিয়ান কাপে থাকায় নেই। ফলে অনেকেই এগিয়ে রাখছে ইস্টবেঙ্গলকে। আর ডার্বি অভিষেকেই গত ডুরান্ড ডার্বিতে দলকে জিতিয়ে সকলের নয়নের মণি হয়েছেন লাল হলুদের স্প্যানিশ কোচ কালস কুয়াদ্রাত। শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে ডার্বি ড্র করলেও সুপার কাপের সেমিফাইনালে গোল পার্থক্যর বিচারে যাবে ইস্টবেঙ্গল। তবে কুয়াদ্রাত জয় ছাড়া কিছুই ভাবছেন না। এদিন লাল হলুদের স্প্যানিশ কোচ বললেন,’আমাদের ম্যাচটা খেলে জিততে হবে। ফুটবলে অনেক রকম পরিস্থিতি হয়। নিজেদের ফোকাস ধরে রাখতে হবে। সব বিভাগে সংগঠিত হতে হবে। কোনও কিছুই বদলায়নি। পরিস্থিতি একই আছে। একই মনোভাব নিয়ে প্লেয়াররা মাঠে নামবে। ড্রয়ের জন্য মাঠে নামলে হারার সম্ভাবনা থাকে। তাই আমরা জেতার জন্যই নামব।”
যতই পরিস্থিতি এক আছে দাবি করুন না কেন, বিপক্ষ শিবিরে অনেক কিছুই বদলে গিয়েছে। নেই ডার্বির “লাকি” কোচ জুয়ান ফেরান্দো। বিপক্ষের বেঞ্চে ক্লিফোর্ড মিরান্ডা থাকলেও মস্তিষ্ক চলবে আন্তোনিয় হাবাসের। তবে মাত্র দু”দিন আগে দলের সঙ্গে যোগ দিয়েই যে বিরাট কিছু বদলে দেবেন, এমন মনে করছেন না লাল হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, “সুপার কাপের ডার্বির পরিস্থিতি আলাদা। নতুন কোচ। এই মরশুমে এখনও পর্যন্ত দুটো ডার্বি হয়েছে। তারমধ্যে প্রথমবার আন্ডারডগ থেকেও আমরা জিতেছি। পরেরবার ওরা জিতেছে। তাই পরিস্থিতি ড্র। কালকের ডার্বিতে যা কিছু হতে পারে। তবে কাল যারা প্রথম গোল করবে, তাঁদের কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। ওদের নতুন কোচ এখানে ছিল না। স্পেনে ছিল। তাই বিশেষ পার্থক্য গড়ে দেবে না। তবে ডার্বি সবসময় স্পেশাল। আমিও ফুটবলের শহর থেকে এসেছি। বার্সেলোনাতেও ডার্বি স্পেশাল। সমর্থকরা গুরুত্বপুর্ণ ভূমিকা নেয়। ওদের প্যাশন অনেক কিছু বদলে দিতে পারে।”
ওদের ম্যাচ উইনার বেশি। সেই তুলনায় একমাত্র ক্লেটন ছাড়া আমাদের ম্যাচ উইনার কম।’ এদিকে ক্লেটন মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছেন তবে সেটা বেঙ্গালুরু জার্সিতে। ডার্বিতে গোল আসেনি। সেই ব্রাজিলিয়ান ক্লেটনবললেন,’ডার্বিতে গোল করার আপ্রাণ চেষ্টা করব। তবে ভাল ম্যাচ খেলাই প্রধান লক্ষ্য। সতীর্থদের সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই গোল করতে চাই। তবে তার জন্য বাড়তি চাপ নিতে চাই না। গোল না পেলেও হতাশ হব না। দলের জয়ই আসল।”