
স্পোর্টস ডেস্ক : একটা লক্ষ্য পূরণ হলেও আর একটা লক্ষ্য এখনও অধরা। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর যদি এ বার কাপ চ্যাম্পিয়নও হতে পারে তারা, তা হলে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সোনার অক্ষরে লেখা হবে মোহনবাগান সুপার জায়ান্টের নাম। তাই এখন সেই ঐতিহাসিক লক্ষ্যের দিকেই তাকিয়ে সবুজ-মেরুন বাহিনীর স্প্যানিশ কোচ হোসে মোলিনা।
আইএসএলের গত দশটি মরশুমে এই কীর্তি কেউ স্থাপন করতে পারেনি। গতবার শিল্ড জয়ের পর ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে গিয়েছিল তারা। এ বার সেই সুযোগ তারা পাবে কি না, তা আগামী এক সপ্তাহেই বোঝা যাবে। তবে চ্যালেঞ্জটা যে বেশ কঠিন, তা বুঝতেই পারছেন মোলিনা। এবং সে কথা জানিয়েও দিলেন তিনি। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে নামার আগে তিনি সাংবাদিকদের কাছে সে কথাই বলেন।
“এই তিনটে ম্যাচ, দু’টি সেমিফাইনাল ও ফাইনাল বেশ কঠিন হতে চলেছে। তবে আমি বরাবরই যেটা বলে এসেছি, এখনও তাই বলছি, আপাতত আমার কাছে বৃহস্পতিবারের ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় লেগের ম্যাচ বা ফাইনাল নিয়ে এখন ভাবছিই না। সেমিফাইনালে আমাদের ভাল লড়াই করতে হবে। দুটো ম্যাচই জেতার চেষ্টা করতে হবে, যাতে ফাইনালে উঠতে পারি। তবে এটা বেশ কঠিন চ্যালেঞ্জ”, সাংবাদিক বৈঠকে বলেন মোলিনা।
মোহনবাগান সুপার জায়ান্ট লিগ পর্বে তাদের শেষ ম্যাচ খেলেছে প্রায় সাড়ে তিন সপ্তাহ আগে। এই সাড়ে তিন সপ্তাহে দলের কিছু ফুটবলার যেমন বিশ্রামে ছিলেন এবং বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এবং কয়েকজন জাতীয় দলের হয়ে ম্যাচও খেলেছেন। তাই ২৫ দিনের অবকাশের ফলে দলের ছন্দ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। কোচের অবশ্য সেই ভয় নেই। তিনি মনে করেন দল একেবারে ঠিক জায়গায় রয়েছে।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ছেলেদের ফিটনেস একদম ঠিকঠাক আছে। আমরা সেরা জায়গাতেই আছি। কিন্তু সেটা আমাদের মাঠে নেমে প্রমাণ করতে হবে। গত ম্যাচের পরে অনেকটা সময় ফাঁকা ছিল ঠিকই। তবে কয়েকজন জাতীয় দলে গিয়েছিল। বাকিদের নিয়ে অনুশীলন করেছি। কয়েকজনের চোট ছিল এবং আছে। তাদের সুস্থতার অপেক্ষায় আছি এখন আমরা। আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। দলের ছেলেদের ওপর আমার আস্থা আছে। লড়াইয়ের জন্য আমরা তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমরা জিততে চাই কি না। আমরা সত্যিই জিততে চাই। আমি জানি, আমার দলের ছেলেরা জেতার জন্য একশো শতাংশ দেবে।”
সেমিফাইনালে যে শুধুমাত্র জয়ের জন্যই মাঠে নামবে তাঁর দল, তা নিশ্চিত করে মোলিনা বলেন, “আমরা কখনও হার বাঁচানোর জন্য খেলি না। আমরা সব সময়ই জেতার জন্য খেলি। এই ম্যাচেও তার অন্যথা হবে না। এটা লিগ নয় ঠিকই, কিন্তু ফুটবল তো। ফুটবলকে আমি অন্য কোনও ভাবে দেখি না। ফুটবল মানেই লড়াই করে জেতা। আমাদেরও লড়াই করে জিততে হবে।”
গত শনিবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মতো শক্তিশালী দলকে তাদের ঘরের মাঠে জোড়া গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জামশেদপুর এফসি। লিগ পর্বের শেষ দিকে খুব একটা ধারাবাহিক পারফরম্যান্স না দেখাতে পারলেও এই ম্যাচে তাদের পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের ও বিশেষজ্ঞদের তাক লাগিয়ে দেয়। মোলিনাও মুগ্ধ তাদের পারফরম্যান্সে এবং প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীলও।
ইস্পাতনগরীর দলকে নিয়ে প্রশ্নের উত্তরে সবুজ-মেরুন কোচ বলেন, “জামশেদপুরের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। শিলংয়ে গিয়ে নর্থইস্টের মতো শক্তিশালী দলকে ওরা যে ভাবে হারিয়েছে, তাতে ওদের প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে। তবে আমরাও লিগ চ্যাম্পিয়ন। সারা মরশুম আমরা ভাল খেলেছি। আমাদের দলে অনেক ভাল ভাল ফুটবলার আছে। আমরা যদি ভাল খেলতে পারি, ওদের গোলের সামনে যদি আমরা সফল হতে পারি, ঠিকমতো সিদ্ধান্ত নিয়ে শট নিতে পারি, তা হলে আমরা ম্যাচ জিততে পারি।”
লিগ পর্বের শেষ ম্যাচে জামশেদপুরের ঘরের মাঠে নেমে এক গোলে এগিয়ে থাকর পরও ১-১ ড্র করে এসেছিলেন শুভাশিস বোসরা। ফের সেই মাঠে, সেই দলের বিরুদ্ধেই সেমিফাইনালে দল নামাতে চলেছেন। এই প্রসঙ্গে মোলিনা বলেন, “আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, এ বার কোনটা সেরা ম্যাচ। আমি তো বলব, সেরা ম্যাচ আমরা জামশেদপুরের বিরুদ্ধেই খেলেছি। শেষ ম্যাচটা জিততে না পারলেও আমরা কিন্তু ভাল ফুটবল খেলেছিলাম। আশা করি, এই ম্যাচে সে রকমই খেলব এবং ওদের গোলের সামনে আমরা আরও ভাল খেলব। যদিও না পারি, আর একটা ম্যাচ তো আছেই।”