
স্পোর্টস ডেস্ক : মোহনবাগান ট্রফি জিতলে সেটা কেনো মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আলিপুরের অফিসে থাকবে। সেটা নিয়ে মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় প্রশ্ন হল। একজন মেম্বার সরাসরি প্রশ্ন তুলেই দিলেন।গতবছর আইএসএল আর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় টিম সবুজ মেরুন । কিন্তু ক্লাবের ক্যাবিনেটে একটিও ট্রফি নেই। সব সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি হাউজে। কেন সদস্য, সমর্থকরা চোখের সামনে ট্রফি দেখা থেকে বঞ্চিত হবে? বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “সদস্যরা চাইছে ট্রফি ক্লাবে থাকুক। এই আবেগের কথা আমি সঞ্জীব গোয়েঙ্কাকে জানাব। আইএসএল, ডুরান্ড কাপ সহ যে ট্রফিই জিতুক না কেন, সেটা যাতে কিছুদিন ক্লাবে থাকে, সমর্থকরা দেখতে পারে, সেটার চেষ্টা করা হবে। লিখিতভাবে এটা আমি মিস্টার গোয়েঙ্কাকে জানাব। আশা করছি উনি আবেগটা বুঝবেন এবং বিষয়টি বিবেচনা করবেন।” মোহনবাগানের সামনে থেকে “এটিকে” সরে যাওয়ায় খুশি সদস্যরা। বিভিন্ন জেলায় ক্লাবের নামে রাস্তা হওয়ায় বর্তমান কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানায় সদস্যরা।