
স্পোর্টস ডেস্ক :অবশেষে মোহনবাগান ক্লাবে এলো লিগ শিল্ড। শনিবার ২০ এপ্রিল আর রবিবার ২১ এপ্রিল ক্লাবে থাকবে শিল্ড। এই ২ দিন সমর্থকরা এসে ছবি তুলতে আর ছুঁয়ে দেখতে পারবেন ট্রফি। এদিন এক বিবৃতিতে মোহনবাগান ক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্পাদক মৃণ্ময় ভট্টাচার্য বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে একথা ঘোষণা করছি যে আমাদের ফুটবল দল ভারত সেরা হয়েছে। সেইসঙ্গে ২০২৩-২৪ আইএসএল মরশুমে আমরা গর্বের সঙ্গে লিগ উইনার শিল্ড জয় করেছি। আমরা একটি অত্যন্ত আনন্দময় সিদ্ধান্ত গ্রহণ করেছি। ক্লাবের সভ্য সমর্থক এবং শুভানুধ্যায়ীদের জন্য এই শিল্ড প্রদর্শন করা হবে। বেলা তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাবে এই শিল্ড নিয়ে আসা হবে।’