
নিজেস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ চা বাগানের কুলি লাইন থেকে ভাবা পারমাণবিক গবেষণাকেন্দ্রের বিজ্ঞানী। শুনতে কিছুটা আশ্চর্য লাগলেও এটাই সত্যি। মুম্বইয়ের ভাবা পারমাণবিক গবেষণাকেন্দ্রে গবেষণা করার ছাড়পত্র পেয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোরাঘাট চা বাগানের বিশাল শা। তাঁর এই কৃতিত্বে উচ্ছ্বাসে ভাসছে গোটা বানারহাট।
বিশাল পড়াশোনা করেছেন বানারহাটের আদর্শ বিদ্যামন্দিরে। ওই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর জয়েন্ট এন্ট্রার্সে উত্তীর্ণ হয়। ভোপালে যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। পরে কানপুর আইআইটি থেকে ‘এমটেক’ শেষ করে বিশাল। এবছরই ‘গেট’-এ উত্তীর্ণ হয়ে মুম্বইয়ের ভাবা পারমাণবিক গবেষণাকেন্দ্রে বিজ্ঞানী পদের জন্য আবেদন করে। লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করার পর সেখানে গবেষণা করার ছাড়পত্র পেল বিশাল।
মোরাঘাট চা বাগানে বিশালের বাবা ছোট্ট মুদির দোকান চলায়। মা স্থানীয় প্রাথমিক স্কুলের পার্শ্বশিক্ষিকা। বাবা রাজকুমার শা বলেন, ‘ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছেলের আগ্রহ। ব্যাংক থেকে ঋণ নিয়ে পড়িয়েছি। আজ আমারও স্বপ্ন পূরণ হল।’ মা মুন কুমারী বলেন, ছেলের সাফল্যের মূল কারণ পরিশ্রম ও নিষ্ঠাই।