
অনলাইন ডেস্ক, ওঙ্কার বাংলা: কিছুটা স্বস্তির খবর শোনালো মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেদেশের ভারতীয় দূতাবাস। বিধ্বংসী ভূমিকম্পে এখনও পর্যন্ত সেদেশে কোনও ভারতীয়র হতাহতের খবর নেই বলে জানিয়ে দিল তারা। আর এই সংবাদে কিছুটা হলেও উদ্বেগ কমল সেদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের পরিবারের।
মরক্কের মারাকাশ শহর যেন মৃত্যুপুরী। যে দিকে চোখ যায় ধ্বংসের তাণ্ডব আর মৃত্যুর মিছিল। ধ্বংসস্তুপের মধ্যে এখনও প্রাণের স্পন্দন খুঁজে চলেছেন উদ্ধারকারী সেনাকর্মীরা। তবে এর মধ্যেও কিছুটা সুখবর শোনাল ভারতীয় দূতাবাস এবং মরোক্কোর প্রশাসন। ভূমিকম্পে কোনও ভারতীয়র হতাহতের খবর নেই বলে জানিয়ে দিল মরক্কোর ভারতীয় দূতাবাস। প্রসঙ্গত ৮ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে আফ্রিকার উত্তর পশ্চিমের ছোট্ট পাহাড়ি দেশ মরক্কো। কম্পনের এপিসেন্টার ছিল মারাকাশ শহর থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। আর কম্পনের মাত্রা ছিল ৬.৮,
এখনো পর্যন্ত সরকারি ভাবে ২০১২ জন নিহত এবং ২০৫৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে মরক্কো প্রশাসন। তারমধ্যে প্রায় দেড় হাজার জনের অবস্থা গুরুতর। ভারতীয় দূতাবাস মরক্কোতে বসবাসকারী ভারতীয়দের শান্ত থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার জন্য আবেদন জানিয়েছে। প্রসঙ্গত ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ মরক্কোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মরক্কোর প্রেসিডেন্ট।