
স্পোর্টস ডেস্ক: রোহিতের মঞ্চে জয়জয়কার ধোনির। ম্যাচ শেষে ধোনির নামে ধ্বনি। বিপক্ষের ডেরায়ও নায়ক সেই মাহি। ১৩ বছর আগে এই স্টেডিয়ামেই ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ জিতিয়েছিলেন ক্যাপ্টেন কুল। এক দশক পর তাঁর ছয়ের হ্যাটট্রিক পার্থক্য গড়ে দিল। বল হাতে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন মাথিশা পথিরনা। ২৮ বলে ৪ উইকেট নেন। ওয়াংখেড়েতে এর আগে ২০০ রান তাড়া করে জেতার নজির আছে। কিন্তু এদিন শ্রীলঙ্কান পেসারের বলে কুপোকাত মুম্বই। রোহিত শর্মার শতরানও বাঁচাতে পারল না হার্দিক পাণ্ডিয়ার দলকে। ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। ২০ রানে হার মুম্বইয়ের। প্রথম ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান তোলে চেন্নাই। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে মুম্বইয়ের ইনিংস। এদিনের জয়ে তিনে উঠে এল ধোনিরা। হারের জন্য দায়ী হার্দিক পাণ্ডিয়াও। জঘন্য নেতৃত্ব। তেমনই বোলিং পরিবর্তন। এদিনও নতুন বল দেওয়া হয়নি যশপ্রীত বুমরাকে। শেষ ওভারে বল করেন হার্দিক। এইসব সিদ্ধান্তের খেসারত দিতে হল মুম্বইকে। অ্যাওয়ে ম্যাচের প্রথম জয় চেন্নাইয়ের।