
নিলয় ভট্টাচার্য,নদীয়া:মানুষের সমস্যার সমাধান করা এবং ভোট প্রচারের উদ্দেশ্যে এবার অভিনব কৌশল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের। কৃষ্ণনগর পৌর এলাকায় সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে তাদের অভাব অভিযোগ শুনতে এবার শুরু হল নতুন কর্মসূচি “মুখোমুখি মহুয়া”।কৃষ্ণনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে মুখোমুখি মহুয়ার এই কর্মসূচি। ঘরের গৃহবধূ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে সরাসরি চলে আসছে প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কাছে। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনে তার লিপিবদ্ধ করছেন মহুয়া মৈত্র। সমস্যা সমাধানের আশ্বাস ও মিলছে তৃণমূল প্রার্থীর কাছ থেকে। পাশাপাশি মহুয়ার এই কর্মসূচিতে কৃষ্ণনগর পৌর অঞ্চলের প্রতিটি ওয়ার্ড থেকে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে ।