
স্পোর্টস ডেস্ক: ফের ক্রিকেট বনাম ফুটবল লড়াইয়ে জিতে গেলো ক্রিকেট। আসলে ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে রয়েছে কেকেআরের বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ এপ্রিল যুবভারতীতে মুম্বইয় এফসির বিরুদ্ধে নামার কথা ছিল মোহনবাগানের বিকাল ৫.৩০ মিনিটে । কিন্তু ১৪ এপ্রিল মোহনবাগান ম্যাচ হবে না কারণ রাস্তা যানজটের সমস্যা তৈরী হবে । তার পরিবর্তে সবুজ মেরুন গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে ১৫ এপ্রিল। অর্থাৎ ১ লা বৈশাখের দিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে। সেদিন আবার ময়দান তথা মোহনবাগান মাঠেও বারপুজোও হয়। এরআগেও ক্রিকেট ম্যাচ থাকার জন্য ফুটবল ম্যাচের সূচিতে বদল আসে এবারও সেটা হল। আর একটা কারণ মনে করা হচ্ছে সূচি বদল হওয়ার সেটা হল মোহনবাগান সুপার জায়ান্টস কর্ণধার যেমন সঞ্জীব গোয়েঙ্কা তেমনই লখনউ সুপার জায়ান্টস কর্ণধারও তিনি। ফলে মাঠে যেতে সমস্যা হবেই।