
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর আতঙ্কের মেঘ ডুয়ার্সে!
নিরাপত্তা হীনতায় ভুগছেন, দুলালের ঘনিষ্ঠ বন্ধু মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। ইতিমধ্যেই নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছেন জেলা পুলিশের কাছে, তৃণমূল নেতার দাবি যেকোনো মুহূর্তে আক্রমণের শিকার হতে পারেন তিনি, পাশাপাশি তার বিস্ফোরক মন্তব্য ” আক্রমণকারী তৃণমূলেরই কেউ হতে পারে”
এই বিষয়ে মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন” মালদায় আমার বন্ধু মারা গেলেন, খুব কাছের বন্ধু ছিলেন তিনি , দীর্ঘদিন একসাথে দল করেছি। এখন আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মামলা করে হ্যাকেল করার চেষ্টা করা হচ্ছে।
সুপারি কিলার দিয়ে মার্ডার করানো হচ্ছে নেতাদের, এই পরিস্থিতি বিচার করে পুলিশ সুপারের কাছে আবেদন করেছি আমাকে নিরাপত্তা দেওয়া হোক। আমাকে রাত বিরেতে বিভিন্ন কাজে বাইরে যেতে হয়। সেই সময় বিজেপি অথবা দলেরই কারুর হাতে আক্রান্ত হতে পারি। তাই পুলিশকে নিরাপত্তা দেওয়ার আবেদন করেছি’।