গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগণা : কয়েকদিন আগে আচমকাই দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের নারায়ণগঞ্জের মুড়িগঙ্গা নদীর নির্মীয়মাণ বাঁধে ভয়াবহ ধস নামে। প্রায় ১০০ মিটার মাটির বাঁধ নদীগর্ভে তলিয়ে যায়। এই ঘটনার পর আতঙ্কিত ওই এলাকার কয়েক’শ বাসিন্দা। যদিও ধস এলাকায় ইতিমধ্যেই বাঁধ মেরামতি শুরু করেছে সেচ দপ্তর। মাটি, বালির বস্তা ও বাঁশ দিয়ে চলছে সেই মেরামতির কাজ। কিন্তু এলাকার বাসিন্দারা এই কাজে খুশী নন। এই মেরামতির পরেও আবার ধসের আশঙ্কা করছেন এলাকার মানুষ। তারা জানান,প্রশাসনকে জানিয়েও এর এখনও স্থায়ী কোন সুরাহা হয়নি।
এইভাবে অস্থায়ী বাঁধ না করে পাকা ও স্থায়ী বাঁধের দাবি তুলেছেন স্থানীয়রা।
উল্লেখ্য, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ তৈরীর কাজ শেষ হয় দু মাস আগে। দু মাস যেতে না যেতেই তারমধ্যে ধস নামল বাঁধে। সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎপরতার সঙ্গে এই বাঁধ মেরামতি চলছে। আগামী দিনে স্থায়ী বাঁধের পরিকল্পনা নেওয়া হবে।