
ভর বাজারে কুপিয়ে খুনের চেষ্টা মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। শুক্রবার সকালে হরিহরপাড়া থানার কুমড়োদহ ঘাট সংলগ্ন এলাকার ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম নুরুল শেখ। বয়স ৭৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরুল শেখ একটি দোকানে বসে ছিল, সেই সময় হঠাৎই এক যুবক এসে আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে যায় নুরুল শেখ। স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।