
নিজস্ব প্রতিনিধি,বহরমপুরঃ বালিশ চাপা দিয়ে এক গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ তার শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলডাঙ্গা থানার মির্জাপুরে। মৃত গৃহবধূর নাম জুলেখা খাতুন বয়স আনুমানিক কুড়ি বছর। শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকেরা পালাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।
জুলেখার স্বামী ওসমান খা পেশায় রাজমিস্ত্রি। গৃহবধূর বাপের বাড়ির লোকজনের দাবি, তাদের মেয়েকে তার স্বামী দেখতে পারত না। পছন্দ করত না শ্বশুরবাড়ির লোকেরা । সঙ্গে শ্বশুরবাড়ি লোকজনও মারধর করতো অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় জুলেখা তাঁর মাকে ফোন করে জানায় তাকে মারধর করা হচ্ছে। এদিন দুপুরে ফোন মারফত জুলেখার বাপের বাড়ির লোকেরা জানতে পারে তার মেয়ে মারা গেছে।
স্থানীয়ের দাবি, জুলেখাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে তার শাশুড়ি। মেরে দেওয়ার পর বাড়ি থেকে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বেলডাঙা থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।