
ভাস্কর রায়: অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ।ডোমকলে গুলিবিদ্ধ নাবালিকা, প্রাথমিক অনুমান ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই নাবালিকার। জানা যায় মৃত নাবালিকার নাম মোসলিমা খাতুন, বয়স আনুমানিক ১১ বছর।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ঘোড়ামারা এলাকায়। কার গুলিতে কিশোরীর মৃত্যু ? এই নিয়ে ধোঁয়াশাই পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ডোমকল থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অনেকটাই স্পষ্ট হয়ে যাবে তুই কি ঘটেছে সেই বিষয়ে। স্থানীয় মানুষ সূত্রে জানা যাচ্ছে পাখি মারার বন্দুক বা এয়ারগান নিয়ে খেলা করছিল কিছু ছেলে। ওই এয়ারগান থেকেই গুলি ছুটে এসে লাগে নাবালিকার বুকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। শুধুমাত্র আরো জানা যায় ঘটনাস্থলে বেশ কিছু প্রত্যক্ষদর্শী ছিলেন তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করলেও পুলিশ অনেকটাই এর কিনারা করতে পারবে বলে ধারণা করছেন সেখানকার মানুষ।যদিও ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আকস্মিক এই ঘটনায় পরিবারের এক ছোট্ট সদস্যকে হারিয়ে শোকের ছায়া পরিবারটিতে। তবে প্রশ্ন ওঠে এয়ারগান কি খেলার জিনিস? এই ধরনের ঘটনার বলি হতে দেখা যায় ছোট ছোট শিশুদের প্রশ্ন ওঠে এই ধরনের বিপদজনক অস্ত্র কেন এত খোলামেলাভাবে ব্যবহার করা হচ্ছে? এত সাহসই বা আসছে কোথা থেকে? প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও।