
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ওয়াকফ বিল নিয়ে শুক্রবারের পর ফের শনিবার সকালেও উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একদল দুষ্কৃতী ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানোর পর তাতে আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি ধুলিয়ান পুরসভার দফতর এবং স্থানীয় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিশাল পুলিশ বাহিনী এবং বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ও বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। পালটা প্রতিরোধে বিএসএফের তরফে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় এক শিশু-সহ দু’জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
তবে এই গুলি চালনার ঘটনা সরকারিভাবে স্বীকার করেনি প্রশাসন। পুলিশ বা বিএসএফের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, ওয়াকফ (সংশোধিত) আইন বাতিলের দাবিতে শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর মহকুমা। শাজুর মোড়, ধুলিয়ান এবং আজিমগঞ্জ-সহ একাধিক এলাকায় বিক্ষোভকারীদের পাথর ছোড়া, পুলিশের গাড়িতে আগুন লাগানো, ট্রাফিক গার্ড এবং রেল অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।
শুক্রবার রাতেও উত্তেজনা প্রশমিত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আক্রান্ত হন ফারাক্কার এসডিপিও। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে, গুজব রুখতে পুলিশের তরফে কড়া হুঁশিয়ারি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনও ধরনের গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।