
ওঙ্কার ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে,আবারো বোমা উদ্ধার নবগ্রামে। বুধবার মুর্শিদাবাদ জেলার নবগ্রামের মোহরুল অঞ্চলের গ্রামদিঘী গ্রাম থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। বুধবার সকালের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় নবগ্রামের গ্রামদিঘী গ্রামে। জানা গেছে এদিন সকালে হঠাৎই গ্রামবাসীরা খবর পান গ্রামদিঘী গ্রামের পুকুরে পাড়ে , একটি ব্যাগের মধ্যে বোমা দেখতে পাওয়া গেছে। তারপর গ্রামবাসীরা খবর দেন নবগ্রাম থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমাগুলি উদ্ধার করে। সামনে লোকসভা ভোট আর তার আগে আবারো নবগ্রামে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা নবগ্রাম জুড়ে।
কে বা কারা ভোটের আগে মজুদ করে রাখল এই বোমা তা নিয়েও উঠেছে প্রশ্ন। সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করছে নবগ্রাম থানার পুলিশ।