
নিজেস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ নেশাগ্রস্ত হয়ে নিজের স্ত্রীকে বন্ধ ঘরে উলঙ্গ করে অমানবিক ভাবে ধারালো অস্ত্রের কোপ স্বামীর। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের তৎপরতায় গৃহবধূকে ভর্তি করা হয় সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার কাবিলপুর অঞ্চলের পাকালপাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত স্বামীর নাম শাহিন শেখ। স্থানীয় সূত্রে খবর, প্রায়ই মদ্যপান করে এসে বাড়ীতে তার স্ত্রী হানিফা বিবিকে অমানবিক অত্যাচার করত শাহিন সেখ। প্রায় ওলঙ্গ করে মারধর করত বলে জানা গিয়েছে। এমনকি পেচ্ছাব করে স্ত্রীর মুখে ঢেলে দিত এমনটাই অভিযোগ হানিফা বিবির মায়ের।
পাড়া-প্রতিবেশীরা সমস্যার সমাধানে উদ্যোগই হলেও কারো কথায় কর্ণপাত করত না শাহিন। বৃহস্পতিবার রাতে মদ খেয়ে মাতাল হয়ে নিজের ঘরে ঢুকেই ঘর বন্ধ করে নিজের স্ত্রীকে উলঙ্গ করে এলোপাথাড়ি ভাবে ধারালো অস্ত্রের কোপ মারতে থাকে।
বাড়িতে কেউ না থাকাই সেই হানিফা বিবির আর্তনাদ কেউ শুনতে পায়নি। পরবর্তীকালে স্থানীয়রা জানতে পেরে ঘরে ঢুকে দেখে রক্তাক্ত হয়ে উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে ওই হানিফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় জখম গৃহবধূকে। গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদীঘি থানার পুলিশ। শাহিন সেখকে আটক করে সাগরদীঘি থানায় নিয়ে যায়।