
নিজস্ব প্রতিনিধি, বহমপুরঃ এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রুগী, তিন টানেতে রাজা উজীর, চার টানেতে সুখী। এই জনপ্রিয় বাংলা গানের কথা মাথায় রেখে সুখের খোঁজ করেছিল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের কুলিদিয়ারচর এলাকার কে বা কারা। শুরু করেছিল গাঁজা চাষ। কিন্তু কপালে সেই সুখ কই! হ্যাঁ ঠিকই ধরেছেন, বিঘের পর বিঘে জমিতে চলছিল গাঁজা চাষ। কিন্তু!
জমিতে হটাৎ উপস্থিত, পুলিশকে সঙ্গে নিয়ে আবগারি দফতরের আধিকারিকরা। তখন এলাকায়, সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড, তাই নিয়ে পুলিশের তুলকালাম কাণ্ড। ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তীর নেতৃত্বে সমস্ত অবৈধ গাঁজা গাছ কেটে দেওয়া হয়। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পরেনি। তবে কে বা কারা এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তার এই অভিযান চলায়। ফরাক্কার বিডিও জুনায়েদ আহম্মেদ জানিয়েছেন, বেশ কয়েক বিঘা জমিতে অবৈধ ভাবে গাঁজা চাষ হচ্ছিল। সমস্ত গাঁজা গাছ কেটে ফেলা হয়েছে।