
প্রশান্ত কুমার দাস, ওঙ্কার বাংলা: ভাঙনের ফলে নদীগর্ভে চলে গিয়েছে বহু বাড়ি। দিনের পর দিন গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ জেলার মানুষের বসতভিটে। ভাঙন রোধে কাজ করার জন্য চলতি বছরের বাজেটে ‘নদী বন্ধন’ নামের নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। রাজ্য সরকারের নতুন প্রকল্পের ফলে আশার আলো দেখছেন মালদার ভাঙন কবলিত এলাকার মানুষ।
যদিও রাজ্য সরকারের এই প্রকল্পে কম অর্থ বরাদ্দ করা নিয়ে সমালোচনা করেছেন মালদার বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। নির্বাচনের আগে ‘পেটোয়াদের পেট ভরানোর জন্য এই ব্যবস্থা’ বলে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি।
অন্যদিকে তৃণমূল কংগ্রসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিজেপির জবাবে বলেন, গঙ্গা জাতীয় নদী হলেও কেন্দ্রীয় সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি। রাজনৈতিক আকচাআকচির বাইরে বর্তমানে ভাঙনের ফলে বাস্তুহারা মানুষরা চাইছেন নিরাপদ আশ্রয়। নয়া প্রকল্পের কথা ঘোষণা করা হলেও কবে থেকে কাজ শুরু হয়, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
ভিডিও দেখুন-