
সুরজিত দাস , নদীয়া: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, প্রত্যেকটি অনুষ্ঠানে প্রয়োজন হয় ফুল । কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে এবার নদীয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফুল চাষে। কালী পুজোর আগে ফুল চাষে ক্ষয়ক্ষতি হওয়ায় এখন কপালে চিন্তার ভাঁজ ফুলচাষীদের। নদীয়ার বেশিরভাগ জায়গা কৃষি প্রধান, নদীয়ার করিমপুর, বেতাই রানাঘাটের বিস্তীর্ণ জায়গায় ফুল চাষের সাথে যুক্ত বেশিরভাগ চাষী। এমনিতেই একের পর এক প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ অনেকটাই, কিন্তু গত দুদিন আগে ঘূর্ণিঝড় দানার আংশিক প্রভাব পড়ে নদীয়ায়। গ্রামের এক ফুল চাষি তাপস বিশ্বাস জানায় এখানকার বেশিরভাগ মানুষই ফুল চাষের উপর নির্ভরশীল তাই তাদের ব্যপক লোকসানের মুখোমুখি পড়তে হচ্ছে বর্তমানে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হয়েছে সেইসব জেলাগুলির ক্ষয়ক্ষতির পরিসংখ্যান খতিয়ে দেখে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন রাজ্যসরকার । নদীয়াতে আংশিক প্রভাব পড়াতে বেশি অংশ ক্ষতি হয়েছে চাষীদের । এখন দেখার সরকার নদীয়ার চাষীদের পাশে ক্ষয়ক্ষতি নিয়ে কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।