
ওঙ্কার ডেস্ক : ক্লাসরুমে সিঁদুরকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ায় মানসিক ভাবে বিপর্যস্ত অধ্যাপিকা ইস্তফাপত্র পাঠালেন ম্যাকাউটের রেজিস্ট্রারের কাছে। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির মনস্তত্ত্ব বিভাগের ওই অধ্যাপিকা ভিডিওটি না ছড়ানোর আবেদন জানিয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে পড়ায় এখন তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই অবস্থায় তাঁর পক্ষে আর কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। অধ্যাপিকার ইস্তফাপত্র জমা পড়ার কথা জানিয়েছেন ম্যাকাউটের রেজিস্ট্রার। তিনি বলেন, নিয়ম মাফিক ইস্তফাপত্রটি উপাচার্যের কাছে পাঠিয়ে দেওয়া হবে। একমাত্র তিনিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।
ভিডিওর দৃশ্যটি এমন- অধ্যাপিকার পরনে লাল বেনারসি। গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা। তাঁর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যায় এক কলেজ ছাত্রকে। গত ২৮ জানুয়ারি ক্লাসরুমের মধ্যে ওই অধ্যাপিকা এবং এক ছাত্রের সিঁদুরদানের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে এক অধ্যাপিকার এই আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। পরিস্থিতি চরমে উঠলে ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ।