
সুরজিত দাস , নদীয়া : ঘনঘন নিম্নচাপ ! কালীপুজোর আগে কপালে চিন্তার ভাঁজ নদীয়ার ক্ষুদ্র মৃৎ শিল্পীদের। এর আগে ঘুর্ণিঝড় ঘটেছিলো দুর্গাপুজোর আগে। সমস্যায় পড়েছিলেন মৃৎ শিল্পীরা। এই বার কালী পূজোর আগেও নিম্নচাপের কারণে আবারো চিন্তিত মৃৎশিল্পীরা। গোটা নদীয়া জেলা জুড়ে ছোট-বড় হাজার হাজার মৃৎশিল্পী রয়েছে। মূলত পূজোর মরশুমে তাদের রোজগারের একমাত্র উপায়। সামনেই দেওয়ালি মাটির প্রদীপের জ্বালানো হয় প্রতিটি ঘরে। মৃৎশিল্পী প্রদীপ কুমার পাল বলেন, অন্যান্য বছরের তুলনায় মাটির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। উপযুক্ত মাটি পাওয়া যাচ্ছে খুব কম। তার ওপর ঘনঘন নিম্নচাপ। চাহিদা থাকলেও সেই ভাবে মাটির প্রদীপ তৈরি করতে সমস্যা হচ্ছে।
এসবের মধ্যেও ক্ষতির সম্মুখীন হবে জেনেও দিন রাত এক করে মৃৎশিল্পীরা কাজ করে যাচ্ছেন।