
প্রতীতি ঘোষ, নৈহাটি: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে গুন্ডা বলে কটাক্ষ করলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, নৈহাটির সিং ভবনে দলীয় কার্যালয়ে ঋষি বঙ্কিম ব্লক-১ তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সহ-সভাপতি শ্যামল তলাপত্র, শহীদ পরিবারের সুমিত্রা মন্ডল সদলবলে বিজেপিতে যোগ দিলেন। সেই সঙ্গে এদিন বীজপুর ও আমডাঙ্গা থেকে বিভিন্ন দলের কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে গুন্ডা বলে সম্বোধন করে বলেন “জ্যোতিপ্রিয় মল্লিকের যে চক্র ছিল সেটা এই নৈহাটিতেও বিভিন্ন জমি কেলেঙ্কারিতে কাজ করেছে। শাহজাহান জেলে গেছে কিন্তু এখনো পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী মত গরু, কয়লা পাচার কারি জেলার বাইরে আছে। ”
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক ও আহ্বায়ক যথাক্রমে বিজয় ওঝা ও অশোক দাস-সহ অন্যান্য কার্যকর্তারা। ভোটের আগেই একাধিক নেতাদের এরূপ দলবদল, এবারে নৈহাটিতে কোন ফুল ফুটবে ৪ঠা জুন, তা নিয়ে উদ্বিঘ্ন রাজনৈতিক মহল।