
প্রতীতি ঘোষ, নৈহাটিঃ বিশ্ব ব্যাংকের সহযোগিতায় অত্যাধুনিক মানের জেটিঘাট তৈরি হতে চলেছে নৈহাটি পৌরসভা পরিচালিত নৈহাটি ফেরিঘাটে।এপারে নৈহাটি আর ওপরে চুঁচুড়া হওয়ায় বহু মানুষ প্রত্যেকদিন এপার থেকে ওপার, ওপার থেকে এপারে যাতায়াত করে থাকেন। প্রায় ৬২ কোটি টাকা ব্যয় করে উন্নত মানের জেটিঘাট তৈরি হতে চলেছে। তবে জায়গা সমস্যা থাকায় নৈহাটি ফেরিঘাট এর জায়গায় নৈহাটি রামঘাটে এই অত্যাধুনিক জেটি করলে ভালো হয় বলে জানান নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। তিনি জানান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিশ্বব্যাঙ্ক এর প্রকল্পে এই কাজ হলে সাধারন মানুষের অনেক সুবিধা হবে। যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্য আরো উন্নত হবে বলেই আশাবাদী তিনি।