
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশখালি: বৃহস্পতিবার ন্যাজ্যাট থানার বিডিও অফিসের পাশ্ববর্তী মাঠে জনসভা করার কথা ছিলো সিপিএমের ।। কিন্তু শাহজাহানের কে গ্রেফতারের পর ফের নতুন করে সন্দেশখা লির ২৩টা জায়গায় ১৪৪ জারি করে প্রশাসন । এবং বাতিল করে দেওয়া হয় বামেদের সভা। ব্যারিকেড করে আটকে দেওয়া হয় গার্গী চ্যাটার্জি সহ বাম কর্মী ও সমর্থকদের। তবে এরই মাঝে ন্যাজাট থানার একেবারে নাকের ডগায় , পাশ্ববর্তী একটি মাঠে পুলিশের চোখে ধুলো দিয়ে পৌঁছে যান সুজন চক্রবর্তী,মহম্মদ সেলিম সহ একাধিক বাম নেতৃত্ব।এবং সেখানে জনসভা করতে না পারলেও, পথসভা করেন তারা।এই সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে সুজন বলেন শুধু সন্দেশ খালি নয় রাজ্যের বিভিন্ন এলাকায় এই ভাবে মানুষের উপর অত্যাচার করছে তৃনমূল।এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
উল্লেখ্য শেখ শাহজাহানকে গ্রেফতারের পর সন্দেশখালিতে যাতে হিংসা না ছড়ায় তার জন্য নতুন করে ২৩ টা জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।