
নামখানার নারায়ন গঞ্জ মৌজার আস্তিত্ব সংকটের মুখে। হাতনিয়া দোয়ানি নদী যেন গিলে খাচ্ছে এই মৌজার বিস্তর্ন অঞ্চলকে ।বাকি যে টুকু জমি রয়েছে তাকে বাচানোর জন্য প্রতিনিয়ত লড়াই করছে গ্রামবাসীরা।শেষবার কটালের সময় বাঁধের অধিকাংশ এলাকা নদী গর্ভে চলে গিয়েছিল।স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন গত এক মাসে নারায়র গঞ্জে তিন জায়গায় নদী বাঁধে ধস নেমেছে। এই ঘটনায় ২৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, অতীতে সুবিশাল এলাকা জুড়ে নারায়ন গঞ্জ মৌজা বেশ বড়ই ছিল। ক্রমশ নদী ভাঙনে ফলে ছোটো হয়ে গিয়েছে। ।বহু পরিবার এই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে হয়েছে। হাতানিয়া দোয়ানিয়া নদীর বিপরীতে নদীতে চরের সৃষ্টির কারনেই এই এলাকা ক্রমশই ভাঙচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য,এছাড়াও প্রতিদিন হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে নারায়নগঞ্জে কাছাকাছি প্রায় ১০০ টি বিদেশি পন্য দাড়িয়ে থাকে।যার জন্যই উপুকূলে নদীর স্রোত অনেকটাই বেড়ে গিয়েছে। তাই জন্য আরও নদী ভাঙন বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।