
সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। শনিবার রাত ১১টা ৫০ নাগাদ বাড়িতেই তিনি অসুস্থ হিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে পলাশির মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
নাসিরউদ্দিন আহমেদ ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা থেকে তিনি তৃণমূলের বিধায়ক হন। রাজনীতির ময়দানে তিনি ‘লাল’ নামেই পরিচিত ছিলেন। পেশায় আইনজীবী নাসিরউদ্দিন আহমেদ ২০১৬ সালেও নির্বাচনে লড়েন, কিন্তু সেবার কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবে শোকের ছায়া নদিয়ার রাজনৈতিক মহলে।
ভিডিও দেখুন-