
ওঙ্কার ডেস্কঃ পদপিষ্টের ঘটনার পরেই বড় রদবদল কুম্ভে। ভিড় এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণের নতুন নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের যোগী সরকার। ভিড় সামাল দিতে মেলাপ্রাঙ্গণে গাড়ি প্রবেশের উপর জারি হল কড়া নিষেধাজ্ঞা। বাতিল হল ভিভিআইপি পাসও।
মঙ্গলবার গভীর রাতে মৌনী অমাবস্যার পুণ্যস্নানের সময় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা কমপক্ষে ৬০। তারপরেই ভিভিআইপি দের উপর বিশেষ নজর দেওয়া ও ভিড় নিয়ন্ত্রনে প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে যোগী সরকারকে কটাক্ষ করে বিরোধীরা। বুধবার রাতেই প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা, মির্জাপুর, জৌনপুর, চিত্রকূট, রায়বেরেলী প্রভৃতি জেলার সিনিয়র পুলিশ আধিকারিকদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সে বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ওই বৈঠকের পরেই নতুন নির্দেশিকা জারি করে যোগী সরকার বলেছে, এখন থেকে মেলাপ্রাঙ্গণে কোনও রকমের যানবাহন প্রবেশে অনুমতি দেওয়া হবে না। ভিভিআইপি পাসও বাতিল করে দেওয়া হয়েছে। বিশেষ পাস সঙ্গে থাকলেও এখন থেকে মেলাপ্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে গাড়ি চলার উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এখন থেকে প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা গাড়িগুলিকে প্রয়াগরাজে ঢোকার সময়েই আটকে দেওয়া হবে। এ ছাড়া, রাস্তার পাশের স্টলগুলির কারণে যাতে অন্য যানবাহন কিংবা মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে, সেদিকেও নজর দেওয়া হবে। মেলা এলাকায় পুলিশি টহল বাড়ানো হবে।