
ওঙ্কার ডেস্ক: ষষ্ঠ বারের মতো সোমবার ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি ভারতের প্রধানমন্ত্রী।
এদিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত এক নৈশভোজে অংশ নেন নরেন্দ্র মোদী। সেই নৈশভোজে যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। প্যারিসে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হওয়া সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের এই ফ্রান্স সফর। জেডি ভান্সের সঙ্গেও এদিন কথা বলেন মোদী।
এদিন নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে লেখেন, ‘প্যারিসে বন্ধু তথা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দেখা করে খুশি হয়েছি।’ অন্যদিকে ম্যাক্রোঁ সমাজমাধ্যমে লিখেছেন, ‘প্যারিসে স্বাগতম, আমার বন্ধু নরেন্দ্র মোদী।’
প্রসঙ্গত, মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্মেলন। এআই প্রযুক্তির নৈতিক ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা এই সম্মেলনের মূল লক্ষ্য। ফ্রান্স থেকে মোদী যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে মার্কিন প্রসেডিন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী। দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর এটিই হতে চলেছে মোদীর প্রথম মার্কিন সফর।
ভিডিও দেখুন-