
নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি! ডায়মন্ড হারবারে প্রার্থী হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আইএসএফ বিধায়ক। তাঁর দাবি, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল নেতারা তাঁর সঙ্গে নয়মিত যোগাযোগ রাখছেন। এক সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকি বলেন, “আমি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন সাংসদ বানাব। দল অনুমোদন দিলে আমি ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটের জন্য লড়াই করব। বলা হয়, ডায়মন্ড হারবার মডেল। তবে পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখতে পেলাম ডায়মন্ড হারবার মডেল কী?” প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩ লক্ষ ২০ হাজার ৫৯৪ ভোটের ব্যবধানে জেতেন।