
নিজস্ব প্রতিনিধিঃ সোমবার আসানসোল পেরোলো নকশাল পন্থীদের জনচেতনা যাত্রা। আসানসোলে ঢোকবার আগে বারাবনিতে সভা করেন জনচেতন যাত্রা সংগঠকরা। ছাত্র এবং যুবকর্মীরা এই সভায় ভাষণ দেন। বহু মানুষকে এই সভায় সামিল হতে দেখা যায়। উল্লেখ্য বাবরি ধ্বংসের দিন ৬ ডিসেম্বর কলকাতা পুরসভার সামনে থেকে জনচেতনা যাত্রা নিয়ে বেনারসের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রায় অংশ নিয়েছে নকশালপন্থী বিভিন্ন গণসংগঠনে কর্মী সমর্থকরা।