
নিজস্ব প্রতিনিধিঃ নেপালে ভূমিকম্পের অভিঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাঁর মধ্যেই, ফের ভূমিকম্প নেপালে। রবিবার ভোর ৪টে ৩৮ মিনিটে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে নেপালে। কম্পনের উৎসস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এপিসেন্টার থেকে দূরে রাম মন্দিরের অযোধ্যায় ভূমিকম্পের ধাক্কা লাগে এদিন সকালে। তবে বিশেষ কোনও ক্ষয় ক্ষতি হয়নি। প্রসঙ্গত, শুক্রবার রাতের ভূমিকম্পে ১৫৭ জনের মৃত্যু হয়েছে নেপালে। ৬.৪ মাত্রার জোরালো কম্পনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের এক অংশ। উদ্ধারকাজ চলছে এখনও। সব জায়গায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া যায়নি।