
নিজস্ব প্রতিনিধি,খয়রাশোলঃ বীরভূমের খয়রাশোল। অনুব্রত ওরফে কেষ্ট মন্ডলের খাস তালুক। আভিযোগ, যেখানে বার বার আক্রান্ত হয়েছেন বামপন্থীরা। অভিযোগ কেষ্টর দাপটে গত পঞ্চায়েত নির্বাচনে খয়রাশোল কোন প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। কিন্তু এবার খয়রাশোল সহ গোটা বীরভূমে অন্য ছবি। রবিবার খয়রাশোলের নির্বাচনী প্রচার করল বামেরা। সাধারণ মানুষকে নিয়ে মিছিলের নেতৃত্ব দিলেন প্রবীন সিপিআইএম রামচন্দ্র ডোম, যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
মীনাক্ষী বলেন, গরু পাচার, কয়লা, বালি পাচারের মুক্তাঞ্চল বীরভূম। অনুব্রতর নেতৃত্ব জেলা জুড়ে চলেছে বেআইনি কাজ। তাঁর দাবি, তৃণমূলের ওপর মানুষ ক্ষুদ্ধ। মানুষের ভয় ভেঙেছে। সাধারণ মানুষ পা মিলিয়েছেন মিছিলে। মীনাক্ষী আরও বলেন, চোর তারিয়ে মানুষের হাতে পঞ্চায়েতকে তুলে দেব আমরা।
প্রসঙ্গত, ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে যেই বীরভূম জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দিতায় জেতে তৃণমূল। সেই জেলায় এবার জেলা পরিষদের প্রতিটা আসেন তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বামেরা। রবিবার খয়রাশোলের নির্বাচনী প্রচার করল সিপিআইএম। মীনাক্ষী মুখোপাধ্যায়, ডাক দিলেন মানুষের পঞ্চায়েত গড়ার।