
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্র ও রাজ্য হাত মিলিয়ে কাজ করলে কোনও লক্ষ্যপূরণই অসম্ভব নয়, শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের তিনি বলেন, আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে এগিয়ে আসে এবং হাতে হাত মিলিয়ে কাজ করে, যাকে টিম ইন্ডিয়া বলে, তাহলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। যদিও এই বৈঠকে বাংলার প্রতিনিধিত্ব নেই। গতবারের অসম্মানের জেরে এবার এই বৈঠক বয়ক্ট করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকশিত ভারত ২০৪৭-কে মাথায় রেখে এবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকের মূল থিম ‘Viksit Rajya for Viksit Bharat@2047’। এ বিষয়ে গুরত্ব দিতে গিয়ে মোদি বলেন, দেশের উন্নয়নই প্রতিটি নাগরিকের উদ্দেশ্য। যখন প্রতিটি রাজ্য বিকশিত হয়ে উঠবে, একমাত্র তখনই ভারতও বিকশিত হবে। ১৪০ কোটি নাগরিকের এটাই মূল আকাঙ্ক্ষা।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজ্যগুলি যেন আন্তর্জাতিক মানের অন্তত একটি করে পর্যটনকেন্দ্র গড়ে তোলে। সেখানে যেন আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা ও পরিকাঠামো থাকে। এক রাজ্য, একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। আর তা হলেই সেই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলির আশপাশের শহরগুলিও আকর্ষণীয় দ্রষ্টব্যস্থল হিসেবে উন্নয়নের মুখ দেখবে।

বৈঠকে মোদী মহিলাদেরও বিমুখ করেননি। বলেছেন, কর্মক্ষেত্রে আমাদের নতুন নতুন আইন আনতে হবে। নয়া নীতি গ্রহণ করতে হবে। যাতে দেশের কর্মশক্তির সঙ্গে নারীদের সসম্মানে যুক্ত করা যায়।একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার কথাও বলেন মোদী। তাঁর কথায়, এমন নীতি নিয়ে আমাদের কাজ করতে হবে। মানুষ যখন পরিবর্তন অনুভব করবেন, তখন তাঁদের মধ্যেও শক্তির বদল ঘটবে। আর সেটাই এক বিশাল পরিবর্তন ঘটাবে।