
সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা:ইংরেজ সরকার নেতাজিকে আটকে রেখেছিল নোয়াপাড়া থানায়। তখন থানায় বসে চা খেয়েছিলেন তিনি।নেতাজির ব্যবহৃত সেই কাপ ও প্লেট আজও সযত্নে রাখা আছে নোয়াপাড়া থানায়। সালটা ছিল ১৯৩১। ওই বছরের ১১ অক্টোবর বিকেল ৫টা নাগাদ জগদ্দলের গোলঘরে অনুষ্ঠিত বঙ্গীয় পাটকল শ্রমিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন নেতাজি। কিন্তু যাওয়ার পথে তাঁকে শ্যামনগর চৌরঙ্গী কালিবাড়ি মোড় থেকে গ্রেফতার করে তৎকালীন ইংরেজ সরকারের পুলিশ। তাঁকে আটকে রাখা হয়েছিল নোয়াপাড়া থানায়। সেই সময় পুলিশের পক্ষ থেকে নেতাজিকে চা দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। তবে নেতাজির এক অনুরাগী বাইরে থেকে চা এনে দিলে তা খান তিনি। নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতি বিজড়িত সেই কাপ আজও রাখা আছে নোয়াপাড়া থানায়। নেতাজি স্বাধীনতা সংগ্রামের সেরা নায়ক বলে মন্তব্য করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া।
নেতাজির স্মৃতি বহনকারী নোয়াপাড়া থানা প্রতি বছর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নেতাজিকে স্মরণ করে আয়োজিত সেই অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাঁকে।