
সুরজিৎ দাস , নদিয়া : অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানার প্রভাবের কারণে এবার প্রশাসনিক নির্দেশে বন্ধ করে দেয়া হলো নদীয়ার শান্তিপুরের অতি ব্যস্ততম দুটি ফেরিঘাট। জানা গেছে শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাট এবং শান্তিপুর কালনার নৃসিংহপুর ফেরিঘাট বন্ধ থাকবে আগামী ২৫ তারিখ পর্যন্ত। কালনা নরসিংহপুর ফেরিঘাট এতটাই গুরুত্বপূর্ণ যে নদীর ওপারে রয়েছে বর্ধমান জেলা, এপারে নদীয়া। এই দুটি জেলার সংযোগ মানেই এই ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের যাতায়াত। নদীয়ার একাংশ জায়গার ছাত্র-ছাত্রীরা বর্ধমান জেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করে, ঘাট পারাপার করা ছাড়া যাতায়াতের আর কোনো রাস্তা নেই, এছাড়াও দুটি জেলার ব্যবসায়িক ক্ষেত্রের একমাত্র যোগাযোগ এই ফেরিঘাট। বুধবার সন্ধ্যার পর থেকে প্রশাসনিক নির্দেশে বন্ধ করে দেয়া হয় এই ফেরিঘাট দুটি। তার কারণেই বর্তমান পরিস্থিতিতে সমস্যায় নিত্যযাত্রীরা। দূর্গা পুজোর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাগীরথী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দুটি ঘাট বন্ধ করে দিতে হয়েছিল, আর তার কারণেও ভোগান্তিতে পড়তে হয়েছিল নিত্য যাত্রীদের। বর্তমান পরিস্থিতিতে যতক্ষণ না পর্যন্ত দানা ঘূর্ণিঝড়ের দাপট কমছে ততক্ষণ পর্যন্ত এই ঘাট দুটি বন্ধ থাকবে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। এখন দেখার দানার প্রভাব কতটা আছড়ে পরে নদীয়ায়। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আংশিক প্রভাব পড়তে পারে নদীয়াতে, তাতে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও করা হয়েছে হলুদ সতর্কতা জারি, সেই কারণেই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।