
শুভাশিস ঘোষ ও সঞ্জয় রায় চৌধুরী, কলকাতাঃ নোনাপুকুরে বাড়িতে আগুন। ওই বাড়িটির ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু আগুন নেভানোর কাজ। এখনও পর্যন্ত আগুনের জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। যদিও ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই বাড়িতে আগুন ধরে যায়।
রবিবার বিকেল ৫টা নাগাদ নোনাপুকুরে একটি চারতালা বাড়ির তিনতলা জানলা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। সেই সময় বাড়িতে ছিলেন বেশ কয়েকজন। প্রতিবেশীরাই দমকলে খবর দেয়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। মই দিয়ে উপরে ওঠেন এক দমকল কর্মী। ঘরের ভিতর থেকে তিনজনকে মই দিয়ে নীচে নামিয়ে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল মন্ত্রী সুজিত বসু।
তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আলো কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই বাড়িতে আগুন ধরে যায়। ওই বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা এখনও জানা যায়নি। তদন্তের নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রী।