
অরিন্দম হরি ,উত্তর ২৪ পরগনাঃ শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে এবার ডায়রিয়ায় আক্রান্ত প্রায় শতাধিক মানুষ । বসিরহাট মহাকুমার স্বরূপনগরের শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান এলাকার ঘটনাটি ঘটে । ঘটনা সুত্রে জানা যায় রবিবার গ্রামের বাসিন্দা সুব্রত মন্ডল এর বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান হয় । সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া-দাওয়া করে প্রায় তিন শতাধিক মানুষ । তারপরেই গতকাল রাত থেকেই ডায়েরিয়ার উপসর্গ দেখা যায় এলাকায় । ডায়েরিয়ার উপসর্গ নিয়ে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় ৪০ জন। শিশু মহিলা থেকে শুরু করে গ্রামের অনেকেই আক্রান্ত হয় ডায়েরিয়ায়। সাধারণ মানুষরা প্রশ্ন তোলেন গ্রামের এরুপ অবস্থাতেও কোন মেডিকেল ক্যাম্প কেন হয়নি ?